চণ্ডীগড়ের পুরভোটে ধাক্কা খেল বিজেপি, আপের চমক

চণ্ডীগড়ের পুরভোটে ধাক্কা খেল বিজেপি, আপের চমক

কয়েক মাস পরই ভারতের পাঞ্জাবে বিধানসভা ভোট হওয়ার কথা রয়েছে। তার আগে সোমবার ওই রাজ্যের রাজধানী চণ্ডীগড়ের পুরভোটে বড় ধাক্কা খেয়েছে ক্ষমতাসীন বিজেপি। ২০১৬ সালে কেন্দ্রশাসিত ওই অঞ্চল নিয়ে গঠিত পুরসভার ২৬টি ওয়ার্ডের মধ্যে ২০টিতে জিতেছিল তারা। এবার ওয়ার্ড সংখ্যা বেড়ে ৩৫ হলেও পদ্ম-শিবিরের ঝুলিতে মাত্র ১২। খবর আনন্দবাজার অনলাইনের।

অন্য দিকে, প্রথমবার লড়েই চণ্ডীগড়ে চমকপ্রদ ফল করেছে আম আদমি পার্টি (আপ)। ভোট হওয়া ৩৫টি ওয়ার্ডের মধ্যে অরবিন্দ কেজরিওয়ালের দল জিতেছে ১৪টিতে। বিদায়ী পুরবোর্ডের শাসকদল বিজেপি জিতেছে ১২টিতে। কংগ্রেস ৮ এবং শিরোমণি অকালি দল একটি ওয়ার্ডে জয় পেয়েছে।

কেজরিওয়াল ভোটের ফল প্রকাশের পর টুইটারে লিখেছেন, ‘চণ্ডীগড়ের পুরভোটে আম আদমি পার্টির এই জয় পাঞ্জাবে পরিবর্তনের ইঙ্গিত।’

২০১৬ সালের পুরভোটে চণ্ডীগড়ের ২৬টি ওয়ার্ডে শিরোমণি অকালি দলের সঙ্গে জোট বেঁধে লড়েছিল বিজেপি। পদ্মশিবিরের ঝুলিতে ২০টি ওয়ার্ড। সহযোগী শিরোমণি অকালি দল জিতেছিল একটিতে। কংগ্রেস ৪ এবং নির্দল প্রার্থী একটি আসনে জয় পেয়েছিলেন। এবার প্রথম লড়তে নেমেই একক বৃহত্তম দল হয়ে গেছে আপ। ভোট এবং আসন বেড়েছে কংগ্রেসেরও।

ভোটের হিসেবে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত বিরোধীরা পুরসভা দখল করতে পারবে কি না, তা এখনও স্পষ্ট নয়। কারণ, কেন্দ্রশাসিত ওই অঞ্চলে ৩৫টি ওয়ার্ডে সরাসরি ভোট হলেও লেফটেন্যান্ট গভর্নর মনোনীত আসন রয়েছে ১০টি। সে ক্ষেত্রে দল ভাঙার রাজনীতিতে ভর করে পদ্ম-শিবির সংখ্যাগরিষ্ঠতার কাছে পৌঁছে যেতে পারে বলে মনে করছেন রাজনীতির কারবারিদের একাংশ।

তবে পাঞ্জাবে বিধানসভা ভোটের আগে এই জয় কেজরিওয়ালের দলকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে বলেই মনে করা হচ্ছে। আপ নেতা রাঘব চড্ডা চণ্ডীগড়ের ফলে খুশি প্রকাশ করে বলেন, ‘অরবিন্দ কেজরিওয়ালের সুশাসনের মডেলে আস্থা রেখেছেন মানুষ।’

প্রসঙ্গত, বেশ কয়েকটি জনমত সমীক্ষায় ইতোমধ্যেই পূর্বাভাস দেয়া হয়েছে পাঞ্জাব বিধানসভায় একক বৃহত্তম দল হতে চলেছে আপ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *